স্বাস্থ্য সচেতনতাঃ আমাদের করণীয়” শিরোনামে আসছে “স্বাস্থ্য আড্ডা” নামের সিরিজ সেমিনার।
বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এর মূল উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্বনামধন্য চিকিৎসক ডা. অসিত মজুমদারের পরিকল্পনায় ও নির্দেশনায় “স্বাস্থ্য আড্ডা” নামের এই সিরিজ সেমিনারে মূল প্রবন্ধ আলোচনা করবেন ডা. অসিত মজুমদার। সেমিনারটি পথসভা থেকে শুরু করে পাঁচতারকা হোটেল বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ।
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনু্ষ্ঠিতব্য এই সিরিজ সেমিনারে বিভিন্ন পর্যায়ে দেশ বরেণ্য বিভিন্ন ব্যক্তিবর্গসহ সাধারণ জনমানব এমনকি একজন দিনমজুর বা রিক্সাচালকেরও মতামত প্রকাশের সুযোগ থাকবে এবং স্বাস্থ্য সচেতনতায় একটি জনবান্ধব মতামত বা সুপারিশ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ডা. অসিত মজুমদার।
বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার, তারুণ্য ডেভলপমেন্ট সোসাইটি ও বাংলাদেশ চিকিৎসা সেবা সোসাইটি, ঢাকা এর সহযোগিতায় অনু্ষ্ঠিত হবে “স্বাস্থ্য সচেতনতাঃ আমাদের করণীয়” শিরোনামে “স্বাস্থ্য আড্ডা” নামের এই সিরিজ সেমিনার।