চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভাসানচরে আবারও রোহিঙ্গা স্থানান্তর শুরু হবে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসিন জানিয়েছেন , সব মিলিয়ে মোট এক লাখ রোহিঙ্গাকে সেখানে নেওয়া হবে।
তিনি বলেন,এখন সেখানে ২০ হাজারের মতো রোহিঙ্গা রয়েছে। বাকি ৮০ হাজার নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ভাসানচরে রোহিঙ্গাদের স্বাস্থ্যব্যবস্থার জন্য হাসপাতালের লোকবল বাড়ানো হবে।একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপত্তায় সেখানে ২০০ পুলিশ কাজ করছে। আরও ২০০ আনসার নেওয়ার প্রক্রিয়া চলছে।