ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের ব্যবসায়ীরা। লকডাউনে বন্ধ রাখা মার্কেটগুলো খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউমার্কেটের সামনে রাস্তার দুই পাশে অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা। এ সময় মহাসড়টিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ ও মানববন্ধন করেন দোকান মালিক ও কর্মচারীরা।
এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলগুলোকে উল্টোদিকে ঘুরিয়ে দেয়া হয়। এ ঘটনায় পুলিশ সদস্যদেরকে নিরব ভূমিকা রাখতে দেখা গেছে।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, করোনার মধ্যে শুধু মাত্র কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা রেখে সব ধরনের দোকাটপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। আমরা যারা মার্কেটে কাজ করি তাদের পকেটে টাকা নাই, ঘরে বাজার নাই।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলে দুপুরে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয় ।