ফেসবুকে ভাইরাল দুটি ছবিতে দেখা গেছে, লুঙ্গি-গেঞ্জি পরা এক যুবক বিমানবন্দরের ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছেন এবং ওই লুঙ্গি-গেঞ্জি পরেই সেই যুবক বিমানের সিটে বসে আছেন।
ক্যাপশনে লেখা রয়েছে, এখনো আকাশে উড়ছি। বর্তমানে আটলান্টিক সাগরের ওপরে আছি। আরও ৩ ঘণ্টা লাগবে নিউইয়র্ক পৌঁছাতে।
জানা যায়, জুয়েলই সেই লুঙ্গি-গেঞ্জি পরিহিত যুবক,বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলায়।
গত ফেব্রুয়ারিতে তিনি দেশে আসেন। প্রায় এক মাস থাকার পর গত ১৭ মার্চ আমেরিকায় ফিরে যান তিনি।
জাতিসংঘের ১৯৩ সদস্য দেশ থেকে হাজার হাজার ইয়ুথ লিডারের মধ্যে প্রতি বছর ৩৩ জন্য ইয়ুথ সাব কমিটির মেম্বার নির্বাচিত করা হয়। ২০১৮ সালের জন্য বাংলাদেশি আমেরিকান জুয়েল মিয়া তাদের মধ্যে একজন নির্বাচিত হয়েছিলেন।
‘ট্রাফিক এলার্ট বিডি’র সেই পোস্ট কমেন্টের বন্যায় ভেসে গেছে। অনেকেই সুদূর আমেরিকায় থেকেও এভাবে বাংলাদেশের সংস্কৃতি ও পোশাকের বিষয়টি তুলে ধরায় অনেকেই জুয়েলকে প্রশংসায় ভাসিয়েছেন।
অনেকেই তার সমালোচনা করেছেন. বিষয়টিকে ভাইরাল হওয়ার উপলক্ষ্য বলে মন্তব্য করেন ।