পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লকডাউনের কোনো নিয়মই মানা হচ্ছে না। সোমবার (৫ এপ্রিল) ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।মানুষ ঘাট এলাকায় নানা অজুহাতে মাস্ক ছাড়াই ঘোড়াফেরা করছে । অনেকে আজও বাসসহ ট্রাকেও ঘরে ফিরছে ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, রাতে বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ২ ঘণ্টা বন্ধ ছিল। এতে যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। আবার ভোরের দিকে যানবাহন আসায় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভোর থেকে দেশব্যাপী লকডাউন শুরু হলেও পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির নৌরুটে স্বাভাবিক চিত্র রয়েছে। চলছে ফেরি পার হচ্ছে সাধারণ যানবাহন। আর স্বাস্থ্যবিধি মানছে না অনেকে। ঘাটে ৮ শতাধিক যানবাহন ও ২০টি ফেরি চলাচল করছে।
নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিকের ব্যাপারে তিনি কিছুই বলবেন না। ঘাটের যে যানবাহন আটকে রয়েছে তা শেষ হলে সকল ফেরি চলাচল বন্ধ করা হতে পারে,জানান পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম।