জ্বালানি বহনকারী ট্যাংক-লরি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। গাঁজা বহনকারী তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন (বিপিএম) বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।মো. রিগান খাঁন(২৭), মো. জাকির হোসেন(২৪), মো. খোকন মৃধা গ্রেফতার হলেন ।
গোলাম সাকলায়েন বলেন, ক্যান্টনমেন্ট থানার শেওড়া বাসস্ট্যান্ড বটতলা থেকে জ্বালানি তেল বহনকারী ট্যাংক-লরির মধ্যে ৩৬ কেজি গাঁজা বহনকালে রিগান, জাকির ও খোকনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, তাদের গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা এই বিপুল পরিমাণ গাঁজা বি. বাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।