রাজধানীর অনেক রাস্তায় সংস্কারকাজ চলায় নগরে বৃষ্টি সীমাহীন ভোগান্তি বয়ে এনেছে । পা ফেললেই যেন অপেক্ষায় দুর্ঘটনা। অধিকাংশ রাস্তায় যান চলাচল করাই যেন দায়।
রাজধানীবাসী ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলজটে নাকাল । দুর্ভোগ ড্রেন ও রাস্তা সংস্কারের কাজ আরও বাড়িয়েছে । অফিসগামী মানুষকে পোহাতে হয়েছে সবচেয়ে বেশি ভোগান্তি। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদে কার্যকরী উদ্যোগ গ্রহণে আবারও দাবি জানালেন নগরবাসী।
মঙ্গলবার (২২ জুন) সকালে ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি। তাতেই ডুবে গেছে রাজারবাগের মূল সড়ক। অলিগলিতে হাঁটু পানি।রাজধানীর অনেক রাস্তায় সংস্কারকাজ চলায় বৃষ্টি সীমাহীন ভোগান্তি বয়ে এনেছে নগরে। অধিকাংশ রাস্তায় খানাখন্দে যান চলাচল করাই যেন দায়। মানুষ এসব গর্তে পড়ে যাচ্ছে।