রমজানের শুরুতেই কুষ্টিয়ার হাটবাজারগুলোতে পেঁয়াজের দাম বেড়েছে । গত হাটের থেকে চলতি সপ্তাহে মণপ্রতি ৫০ টাকা পেঁয়াজের দাম বেড়েছে,এতে খুশি কৃষকরা।
পেঁয়াজ ব্যবসায়ী ওকৃষকরা দাবি জানান, বিদেশ থেকে আমদানি বন্ধ এবং সঠিক বাজার ব্যবস্থাপনার।চলতি মৌসুমে কুষ্টিয়ায় ১২ হাজার হেক্টর জমিতে তাহেরপুরী কিং, লাল তাহেরপুরী জাতের পেঁয়াজের চাষ করা হয়।আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। বাশগ্রামের হাটে মণপ্রতি এক হাজার ২০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। গত হাটের তুলনায় দাম কিছুটা বেড়েছে কৃষকরা বলছেন, পেঁয়াজের বর্তমান দাম এভাবে থাকলে লাভবান হবেন তারা।কৃষ্টিয়া জেলা কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় চলতি মৌসুমে ২ লাখ ৫৫ হাজার ৩২৭ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে।
তবে ব্যবসায়ীরা জানান,লকডাউনের কারণে গাড়ি ভাড়া বেশি হওয়ায় লোকসানের আশঙ্কার কথা।পেঁয়াজ কেনার পর সমস্যা গাড়ি নিয়ে, লকডাউনের কারণে গাড়িভাড়া বেশি চাইছে, এতে আমরা বিপাকে পড়েছি।