মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে জাটকা ধরার উৎসবে জেলেরা মেতেছেন ।রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছোট আকারের ইলিশ শিকার করে পাঠানো হচ্ছে ।
এদিকে জেলেদের অভিযোগ, মৎস্য বিভাগের নজরদারির অভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে দেদার নদীতে মাছ শিকার করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে সিনিয়র মৎস্য অফিসার টিপু সুলতান বলছেন, নিয়মিত টহল আছে তারপরও আরো জোরদার করা হয়েছে।
জাটকা ধরা বা বিক্রির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালানো হয়।জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত জাটকাবিরোধী ৪০টি অভিযান পরিচালনা করা হয়েছে।