টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাত করে বড় ভাইকে খুন করেছে ছোট ভাই। নিহত বড় ভাইয়ের নাম আব্দুল মজিদ।
রোববার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী তোলাতলা গ্রামে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সেন্টু মিয়ার পাঁচ ছেলে। বাড়িতেই তিন ভাই ব্যবসা করেন। তাদের পাওয়ারলুম রয়েছে ১৩টি । ভাইদের মধ্যে এই পাওয়ারলুম নিয়েই দ্বন্দ্ব চলে আসছিল। রোববার সকালে মজিদ গুরুতর আহত হন এ দ্বন্দ্বে নিয়ে । টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মিলি বেগম বলেন, আমার স্বামীর সাথে বাড়ির তাঁত ও জমি নিয়ে শফিক মাঝে মধ্যেই ঝগড়া করতো। একাধিকবার দিয়েছিল হত্যার হুমকিও । আমার শ্বশুরকে সকালে শফিক মারধর করে। তাকে বাধা দিতে গেলে শফিক আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
বাসাইল থানার ওসি হারুনুর রশিদ বলেন, পাওয়ারলুম নিয়ে তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ ছিল। এই খুন বিরোধের জেরে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।