জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় নজরুল একাডেমীর আয়োজনে আজ (২৫ -২৭ মে) থেকে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা চলবে বেলালাবাদ কলোনি, মগবাজারে অবস্থিত নজরুল একাডেমীর নিজস্ব ভবনে।
এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবির সমাধীতে পুষ্প অর্পণ ও ফাতেহা পাঠে অংশগ্রহণ করেন নজরুল একাডেমীর কর্মকর্তাবৃন্দ।
বলাবাহুল্য, নজরুল একাডেমী আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন, ৫২ তম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্ম-বার্ষিকী পালন, নজরুল একাডেমী পত্রিকা ৫৪ বর্ষ ৪৭ সংখ্যা প্রকাশ, WORLD LITERATURE DAY উদযাপন ও INAUGURATION OF KAZI NAZRUL ISLAM CORNER উদ্ভোধন উপলক্ষে ২৫ ও ২৬ মে ২০২৩ ইং, বিকেল ৫-৩০ মিনিট থেকে এবং ২৭ মে সকাল ১০ টা থেকে তিনদিন ব্যাপী অনুষ্ঠান অনলাইন ফেসবুক চ্যানেল “Nazrul tv” তে সরাসরি সম্প্রচার করা হবে।
উক্ত অনুষ্ঠানে সকল নজরুল প্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছে নজরুল একাডেমী।