করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন শুরু হয়েছে। গাজীপুরও এই লকডাউনের আওতাধীন রয়েছে।
এর ফলে রাজধানীর সাথে গাজীপুরের ওপর দিয়ে উত্তরবঙ্গসহ কয়েকটি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন আছে। আজ মঙ্গলবার সকাল থেকে লকডাউন কার্যকর রাখতে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়েছে। গাজীপুর চৌরাস্তা ও কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশের কড়া নজরদারী রয়েছে। ফলে বন্ধ রয়েছে সবধরনের যানচলাচল। রাজধানীতে ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছেনা কোন ধরনের গণপরিবহন।
বিভিন্ন ধরনের যানবাহন ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে পুলিশ। ফলে দুর্ভোগে পড়েছেন অফিস ও বিভিন্ন কর্মস্থলে যাওয়া মানুষ।অনেকে আবার বাস থেকে নেমে হেঁটে কিংবা অতিরিক্ত ভাড়ায় রিকশায় উঠে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। এতে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের মানুষ ও গার্মেন্টস কর্মীরা।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, কোনো গণপরিবহনই চলতে দেওয়া হচ্ছে না। কেউ বের হলে তাদের আটকিয়ে দেওয়া হচ্ছে।