রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে দেড়শ’র বেশি অভিযোগ তদন্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। রোববার বেলা ১২টা থেকে টানা রাত ১০টা পর্যন্ত ৭ শিক্ষক-কর্মকর্তাসহ ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। তবে বরাবরের মতো এই দিনটিতেও অনুপস্থিত ছিলেন অভিযুক্ত উপাচার্য।
অধ্যাপক ড. বিশ্বজিত চন্দের নেতৃত্বে রোববার রাত দশটায় প্রশাসনিক ভবন থেকে বের হয়ে আসেন ইউজিসির তদন্ত দলের সদস্যরা।
টানা দশ ঘণ্টা ধরে উপাচার্যের বিরুদ্ধে কলিমউল্লাহর বিরুদ্ধে অভিযোগকারী ৭ শিক্ষক-কর্মকর্তা ছাড়াও বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটি।
এ প্রসঙ্গে ইউজিসির তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. বিশ্বজিত চন্দ বলেন, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করলাম। এরপর রিপোর্ট দেওয়া হবে।
তবে বরাবরের মতো এদিনও উপস্থিত ছিলেন না অভিযুক্ত ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
এদিন দেখা যায়নি প্রো-ভিসি সরিফা সালোয়া ডিনা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানসহ ভিসিপন্থিদের।
সূত্র – সময় টিভি