ঢাকা বোর্ডে ২৯ জুন থেকে শুরু হবে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ। চলবে ১১ জুলাই পর্যন্ত। পুরো প্রক্রিয়া হবে অনলাইনে। তবে, এবার সশরীরে পরীক্ষা হবে, নাকি গত বছরের মতো অটোপাসের সিদ্ধান্ত আসবে, এ নিয়ে শঙ্কা কাটছে না পরীক্ষার্থীদের।
আন্তঃশিক্ষাবোর্ড বলছে, করোনা পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। করোনার কারণে অনুষ্ঠিত হয়নি ২০২০ সালে এইচএসসি পরীক্ষা। অটোপাসের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী। এবারও পরীক্ষা হবে নাকি ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন- এ নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধকরাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচএসসি শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা অবশ্যই পরীক্ষা দিতে চাই। আমরা অটোপাস চাই না। পরীক্ষা দিতে না পারলে এই পড়ালেখার কোনো মূল্যই থাকে না। সময়মতো পরীক্ষার মাধ্যমে এইচএসসির গণ্ডি পার হতে চায় এসব শিক্ষার্থী।