অন্যান্য ঋতুর মতোই বর্ষাকালে একটু বেশিই সৌন্দর্যচর্চা করা দরকার। প্রকৃতিতে চলছে ঝড়ো ঝড়ো বৃষ্টির দিন। এ রোদ আবার এই ঝুম জোরে বৃষ্টি। রোদের তেজ, দূষণের মাত্রা কম থাকায় অনেকেই রূপচর্চা থেকে বিরত থাকেন এ সময়টাতে। কিন্তু রূপ বিশেষজ্ঞদের মতে, অন্যান্য ঋতুর মতোই বর্ষাকালে একটু বেশিই সৌন্দর্যচর্চা করা দরকার। বর্ষায় একটু বেশিই সচেতন থাকতে হয়।
বৃষ্টির দিনে বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি থাকে যে ত্বক ও চুলের উপরে এর দারুণ প্রভাব পড়ে। বর্ষাকালে কিছু নিয়ম মেনে চললে ত্বক-চুল সুস্থ ও সুন্দর থাকবে।
ত্বকের যত্ন
- এ সময় ভ্যাপসা গরমে বার বার ঘেমে ত্বকে ময়লা জমে বেশি। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তারা এই সমস্যায় পড়েন বেশি। লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করতে তাই সপ্তাহে দুইবার স্ক্রাবিং করুন ত্বক। চালের আটার সঙ্গে বাদাম গুঁড়া ও টক দই মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিন স্ক্রাব।
- বার বার পানির ঝাপটায় ত্বক ধুয়ে ফেলার অভ্যাস করুন। রাতে ঘুমানোর আগে ফেশওয়াশ দিয়ে পরিষ্কার করুন ত্বক।
- ভ্যাপসা গরমে ত্বক ঝরঝরে রাখতে টোনার হিসেবে ব্যবহার করুন গোলাপজল। তৈলাক্ত ত্বক যাদের, তারা গোলাপজলের সঙ্গে শসার রস মিশিয়ে নিন।
- ওটমিলের সঙ্গে ডিম মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ব্ল্যাকহেডস দূর করবে।
- ত্বকের অতিরিক্ত তেল দূর করতে মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
চুলের যত্ন
- বর্ষায় ঘন ঘন চুল পরিষ্কার করুন পানির সাহায্যে। অল্প শ্যাম্পু পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন একদিন পর পর।
- শ্যাম্পু শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন।
- এক মগ পানিতে লেবুর রস অথবা ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিলেও দূর হবে চুলের রুক্ষতা।
- চুলের তেলতেলে ভাব দূর করতে ডিমের সাদা অংশ লাগিয়ে রাখুন চুলে। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কন্ডিশনার ব্যবহারের নিয়ম
- প্রথমে চুলের ধরন অনুযায়ী ভালো একটি কন্ডিশনার নির্বাচন করুন। কন্ডিশনার ব্যবহারের আগে চুলে শ্যাম্পু করে নিন।
- কন্ডিশনার ব্যবহারের আগে চুলের পানি কিছুটা ঝড়িয়ে নিন।
- চুলের ধরন ও দৈর্ঘ্য অনুযায়ী কন্ডিশনার ব্যবহার করুন।
- কন্ডিশনার দেওয়ার সময় চুলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশে বেশি করে লাগান।
- সাধারণত চুলের গোড়ায় ব্যবহার করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা।
- কন্ডিশনার লাগানোর পর কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। তবে ডিপ কন্ডিশনিং করার ক্ষেত্রে একটু বেশি সময় রাখুন।
- এবার ভালোভাবে চুল ধুয়ে ফেলুন।