যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কেয়াও জোয়ার মিনকে দূতাবাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।
একথা জানিয়ে মিন বলেছেন, ভবন ছেড়ে চলে যেতে বলেছেন মিয়ানমারের সামরিক অ্যাটাশে কর্মীদের । আমি আর মিয়ানমারের প্রতিনিধি নই বলে জানানো হয়েছে। আমাকে দূতাবাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। খবর বিবিসির
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশজুড়ে বিক্ষোভ ও অসহযোগ আন্দোলন চলছে। এসব বিক্ষোভ দমনের নামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে জান্তানিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। দুই মাসে সাড়ে ৫০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
সম্প্রতি লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিন ক্ষমতাসীন সামরিক জান্তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন এবং কারাবন্দি বেসামরিক নেত্রী অং সান সু চির মুক্তি দাবি করেন। এক ছবিতে দেখা গেছে, পুলিশ পাহারা দিচ্ছে দূতাবাসের বাইরে । প্রতিবাদকারীরা জড়ো হয়েছে দূতাবাসের বাইরের রাস্তায় ।