ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদের চলে যাওয়া পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি। শুধু বিএনপি নয়, আমি মনে করি মওদুদ আহমদের চলে যাওয়া সমগ্র বাংলাদেশের ক্ষতি। তার শূন্যতাকে আমরা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করবো গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে। মওদুদ আহমদ আমাদের মধ্যে আর কোনো দিন থাকবে না, শুধু তার অবদানই আমাদের মধ্যে বেঁচে থাকবে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে মওদুদ আহমদের মরদেহ গ্রহণের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মওদুদ আহমদ পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি সব সময় জনগণের পক্ষেই কাজ করেছেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি।
বিএনপির মহাসচিব বলেন, মওদুদ আহমদের ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতেন। আমরা মনে করি আজকে দেশের এ সংকট মুহূর্তে, গণতন্ত্রের সংকটকালে মওদুদ আহমদের চলে যাওয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য অত্যন্ত কষ্টের। তার মৃত্যুতে যে শূন্যতা হয়েছে তা পূরণ হবার নয়।
সন্ধ্যা ৬টায় মওদুদ আহমদকে বহন করা বিমানটি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যা সোয়া ৭টায় মরদেহ অ্যাম্বুলেন্সে করে গুলশানে তার বাসার পথে রওয়ানা হয়।