বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অবনতি হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রিজভীকে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় বৃহস্পতিবার বিকাল ৩ টায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেলে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। রিজভির স্ত্রী তার সুস্থতার জন্য দেশাবাসীর দোয়া চেয়েছেন।
রিজভীর করোনা টেস্ট, তিনবার পজেটিভ রিপোর্ট আসে।