বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জিয়াউর রহমানকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। তাদের কথা হচ্ছে, কী ব্যাপার তুমি স্বাধীনতা ঘোষণা করলে কেন? এজন্য তাদের এত ক্ষোভ, তাদের এত জ্বালা। এজন্য কতো নতুন নতুন তত্ত্ব তারা দেয়। এবার দিয়েছে ২৫ ও ২৬ মার্চ নাকি যারা ব্যারিগেট দিয়েছে, তাদের গুলি করে হত্যা করেছে জিয়াউর রহমান!’ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
করোনার টিকা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ইন্ডিয়া বাংলাদেশে যে টিকা দিয়েছে তা নিয়ে আন্তর্জাতিকভাবে সন্দেহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলেছিল, এই টিকা পরীক্ষামূলকভাবে চালু হবে বাংলাদেশে। ভারতের এই টিকা নরওয়ে, ডেনমার্ক বন্ধ করে দিয়েছে। ওটা তো ছিল অক্সফোর্ডের তৈরি, আর আমাদের যেটা দিয়েছে সেটা ভারতের। যেটা উৎপাদন করেছে ভারত।’