মোটরসাইকেলে রাইড শেয়ার সেবা চালু রাখার দাবিতে রাজধানীর মগবাজার চার রাস্তার মোড়ে বিক্ষোভ করছেন রাইড শেয়ারিংয়ের চালকেরা।
বিক্ষোভকারীরা জানান, লকডাউনের মধ্যে সবকিছু নির্বিঘ্নে চলছে, অথচ রাইড শেয়ারিং চালকদের বাধা দিচ্ছে পুলিশ। আরোহী নিলেই দেওয়া হচ্ছে মামলা।
বুধবার (৭ এপ্রিল) দুপুর একটার দিকে মগবাজার মোড়ে কয়েকশ রাইড শেয়ারিংয়ের চালক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তাদের রাস্তা অবরোধের কারণে এয়ারপোর্ট রোড, বাংলামোটর রোড, কাকরাইল রোড ও মৌচাক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।