সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে ‘ঘটনা সত্য’ নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (সিএমভি)।
মঈনুল সানুর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে প্রধান চরিত্র বিলকিছ নামে একজন গৃহকর্মীর চরিত্রে মেহজাবিন চৌধুরী ও মুকুল নামে একজন গাড়িচালকের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। নাটকে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ‘ভুল বার্তা’ দেওয়ার ঘটনায় সমালোচনা হয়েছে।
প্রকাশের পর নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি ‘একেবারেই অনাকাঙ্ক্ষিত’ ভুল বলে দুঃখ প্রকাশ করে ‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলীদের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলীদের পক্ষ থেকে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অনেকেই জানিয়েছেন, এ নাটকের মাধ্যমে ভুল বার্তা দেওয়া হয়েছে। অভিযোগটির সাথে আমরা সহমত পোষণ করছি। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। যারা আমাদের নাটক ‘ঘটনা সত্য’র এ বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন, সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই।’
আরও বলা হয়, ‘প্রথম বার্তা পাবার পরপরই আমরা উপলব্ধি করি, অসাবধানতাবশতঃ নাটকে আমরা ভুল একটি বার্তা পৌঁছে দিয়েছিলাম। এরপর আমরা সঙ্গে সঙ্গেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেই। প্রয়োজনীয় সংশোধনের পর নাটকটি পুনরায় আবারো পরবর্তীতে প্রকাশ করা হবে। সবশেষে প্রত্যেক বাবা-মা ও সন্তানের প্রতি আমাদের ভালোবাসা জানাই। সেই সাথে, ভবিষ্যতে এমন প্রযোজনা তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছি যা সঠিক বার্তা সমাজে ছড়িয়ে দেয় এবং দর্শকদের সঠিক পথে পরিচালিত করে। আপনাদের অমূল্য সহায়তার জন্য অশেষ ধন্যবাদ।’

বিবৃতির সঙ্গে নাটকটির অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, পরিচালক রুবেল হাসান, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নাম সংযুক্ত করা হয়। তারা সবাই ফেসবুক বিবৃতিটি পোস্ট করেছেন।
নাটকটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে প্রচারের পর সিএমভির ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পর শনিবার থেকে প্রতিবন্ধী শিশুর অভিভাবক ও দর্শকদের মধ্যে কেউ কেউ অভিযোগ তুলেছেন, প্রতিবন্ধী শিশুদের নিয়ে ‘ভুল বার্তা’ দেওয়া হয়েছে নাটকে।

বিষয়টি নিয়ে বিশেষ শিশুদের নিয়ে কাজ করা কিছু সংগঠনের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। এছাড়া নাটকে ‘ভুল বার্তা’ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।
নির্মাতা রুবেল হাসান জানান, শনিবার রাতে বার্তা পাওয়ার পরপর আমাদের ভুল বুঝতে পেরে কনটেন্টটি সরিয়ে নিয়েছি, অভিভাবকদের প্রতি সম্মান জানিয়ে বিবৃতিতেও ভুল স্বীকার করে নিয়েছি আমরা।