বিয়ে করেছেন অভিনেত্রী মিম মানতাসা । শুক্রবার দিবাগত রাতে রাজধানীর সিক্স সিজন হোটেলে তার বিয়ে (আকদ) এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে মিমের ঘনিষ্ঠ সূ্ত্রের জানা গেছে।
পাত্র পেশায় একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত তিনি।
তবে মিমের পরিবারের কেউ বিয়ের বিষয়ে মুখ খুলেনি । মিমকে একাধিকবার ফোন করলে তিনি কথা বলবেন বলে বিষয়টি নিয়ে পরে জানান।
মিম মানতাসা লাক্স সুপারস্টার হিসেবে ২০১৮ সালে শোবিজ পথচলা শুরু করেন । মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি।
তবে খুব একটা নিয়মিত তাকে দেখা না গেলেও বৈচিত্রময় কিছু গল্পে বিশেষ দিবসে তিনি হাজির হন ।
গত বছরের শেষের দিকে মিন মানতাসা বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘জাল’ নামের একটি ৮ পর্বের ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মিম। এতে তার সহশিল্পী চিত্রনায়ক নিরব।তিনি সিরিজটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন ।