চলচ্চিত্র নায়িকা পূর্ণিমা বলেন ,আমি কবে বুড়ি হবো। কবে আমার বয়স হবে। আমাকে বুড়ি দেখার জন্য মনে হয় দর্শকরা খুব মুখিয়ে আছে। বুড়ি হয়ে গেলে তো তোমরা আর ক্রাশ টা লিখতে পারবা না।
চলচ্চিত্র নায়িকা পূর্ণিমা লাক্স ক্যাফে লাইভ এ কথা বলেন।
এই দীর্ঘ্য কয়েক বছরের যাত্রায় আমাকে নিয়ে মানুষ অনেক কিছু ধারণা করেন। যেমন আমার বয়স নিয়ে। ২০ বছরে আর ক্যারিয়ার গড়েছি আমার বয়স কি তাহলে ৪০,৫০ অনেক ধরণের কথা বলে।
অনেক বাজে কমেন্ট ,নানা মন্তব্য করে। তিনি বলেন মানুষ বয়সের সাথে বুড়ী হবে ই। এত অস্থির কেন আমাকে বুড়ী দেখানোর। তিনি লাইভ এ এসে এসব কথা বলেন। মানুষকে এ মতব্য গুলো করতে নিষেধ করেন।