ভবিষ্যতের পৃথিবীর জন্য অপেক্ষা করছে দু’টি জিনিস। একটি বিবর্ণ, অন্যটি উজ্জ্বল।
টুমরো। মানে আগামী দিন, ভবিষ্যতের দিন। অতিপ্রাকৃত চরিত্র ‘বাতাসের বুড়ো’র মাধ্যমে ৬ বছর বয়সী রাতুল দেখে ফেলল আগামী দিনের পৃথিবী! কী অপেক্ষা করছে আমাদের জন্য?
রাতুল দেখল, ভবিষ্যতের পৃথিবীর জন্য অপেক্ষা করছে দু’টি জিনিস। একটি বিবর্ণ, অন্যটি উজ্জ্বল। বিবর্ণ ভবিষ্যতে ভূমি ক্রমবর্ধমান পানিতে তলিয়ে যাবে, বাস্তুচ্যুত হবে বহু মানুষ, দেখা দেবে চরম দারিদ্র্য, মানুষ শহরে ভিড় করবে এবং দূষণে বাড়বে অসুস্থতা।
অন্যদিকে উজ্জ্বল ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখায়, যেখানে জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে (প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল) এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎসের জন্য ভর্তুকি (সৌর বিদ্যুৎ, উইন্ডমিলস) নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশকে আবারও সবুজ ও বাসযোগ্য করে তুলেছে।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরিতে নির্মিত হয়েছে থ্রিডি অ্যানিমেটেড চলচ্চিত্রটি। মুভিটিতে দেখানো হয়েছে, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ। এতে তলিয়ে যাবে বাংলাদেশসহ আরও বহু দেশ। ভবিষ্যতের পৃথিবী হবে খুব ভয়ংকর! এতদিন এমন ভয়ংকর প্রকৃতিকে উপেক্ষা করে যাওয়া শিশু রাতুল এবার ভার নেয় পৃথিবীর ভবিষ্যত বদলানোর। তার সঙ্গী হয় বিশ্বের হাজারও শিশু-কিশোর। আর ধীরে ধীরে গড়ে ওঠে জনমত।
রাতুলের মাধ্যমে চলচ্চিত্রটি আমাদের আগামী দিনের পৃথিবীকে বাঁচানোর জন্য আজ কী করা উচিত তা শিক্ষা দেয়। রাতুল তার যাত্রার সময় জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে জানতে পেরে বাংলাদেশ থকে একটি জলবায়ু আন্দোলন শুরু করে, যা পরবর্তীকালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিশ্বের মঞ্চে জলবায়ু চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশকে আলাদা করে তোলে। ২৫ বছর পরে রাতুল জাতিসংঘে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রটির সমাপ্তি হয়।
মোহাম্মদ শিহাব উদ্দিনের পরিচালনায় ২৬ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে। বাংলাদেশের সাইকোর স্টুডিওতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
বাংলা ভাষায় নির্মিত ছবিটি ২০১৯ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইউটিউব চ্যানেলে এক মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছে। সম্প্রতি আন্তর্জাতিক দর্শকতের জন্য চলচ্চিত্রটি ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে।
আগামী দিনে ছবিটি ফ্রেঞ্চ, ইন্দোনেশিয়ান, ডাচ, আরবি, স্প্যানিশ এবং উর্দুসহ আরও কয়েকটি ভাষায় মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ শিহাব উদ্দিন।
সংগ্রহীত