বিতর্কিত উঠতি গায়ক মাঈনুল আহসান নোবেল। এই তারকা নিজেকে আলোচনায় রাখতে নানা সময়ে নানা বিতর্কিত কান্ড ঘটিয়েছেন। এবার আরেক কান্ড ঘটিয়ে আলোচনার টাইমলাইনে এসেছেন নতুন করে। সম্প্রতি দেওয়া তার একটি স্ট্যাটাসে নোবেল জানিয়েছে তিনি বাবা হতে যাচ্ছেন।
যদিও বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। এদিকে এ ঘটনায় গতকাল ৩০ জুন নিজের ফেসুবক পেজ থেকে লাইভে আসেন নোবেলের স্ত্রী সালসাবিল। এ সময় তিনি বলেন, আমি প্রেগন্যান্ট না। নোবেল মিথ্যা বলছে। কেনো বলছে জানি না।
এ বিষয়ে নোবেলের স্ত্রী গণমাধ্যমকে বলেন, নোবেলের স্ট্যাটাস থেকেই জানতে পেরেছি, আমি নাকি মা হতে চলেছি। কিন্তু আমি তো প্রেগন্যান্ট না। এসময় সালসাবিল আরো বলেন আমাকে একজন তার স্ট্যাটাসটি ইনবক্স করেছে। এরপর নোবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কেনো এ স্ট্যাটাস দিয়েছে জানার চেষ্টা করি। কিন্তু তার ফোন বন্ধ থাকায় জানতে পারিনি বলেও জানান মেহরুবা সালসাবিল।
এসময় নোবেলের স্ত্রী আলাপকালে গণমাধ্যমকে আরো বলেন, আপাতত নোবেলের কাছ থেকে আলাদা থাকছেন তিনি। নোবেলকে ফোনে না পেয়ে তার এক ছোটভাইকেও ফোন করেছেন তিনি। পরে নোবেলের ছোট ভাই নিলয় জানালো, নোবেল আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু এখনো করে নাই।
নোবেলের সাথে আপনার সম্পর্ক কি স্বাভাবিক নেই? জানতে চাইলে নোবেলের স্ত্রী বলেন, আমাদের সম্পর্ক ঠিকই আছে।
গানের প্রমোশনের জন্য এমন কাজ করেছেন কিনা নোবেল? জানতে চাইলে স্ত্রী সালসাবিল আরো বলেন, যদি এরকমটাই হয় তাহলে আমি খুব লজ্জিত। গান প্রমোশনের জন্য এ রকম একটা সেনসিটিভ বিষয় নিয়ে মিথ্যা রটনা ছড়ানো অপরাধের সমতুল্য বলেও মনে করেন তিনি।