“আপনি যদি এতোই পরহেজগার হন তো কনকচাঁপার পেজে আপনার কাজ কি!”
ফেসবুকে কয়েকজনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী কনকচাঁপা।
মন্তব্যকারীদের ‘বাজে কমেন্ট’ করা থেকে বিরত থাকতে সতর্ক করে কনকচাঁপা লেখেন “আপনি যদি এতোই পরহেজগার হন তো কনকচাঁপার পেজে আপনার কাজ কি!”
“কোরান মজিদ নিয়ে বসুন ।“বাজে মন্তব্যকারীদের এমন উপদেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।
কণ্ঠশিল্পী কনকচাঁপার সেই ক্ষোভ প্রকাশ করা স্ট্যাটাসটি :
“প্রিয় ভাইবোনেরা,আস সালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এটা আমার অফিসিয়াল এবং অফিসিয়ালি ভেরিফায়েড পেজ।ভেরিফায়েড মানে নিশ্চয়ই বোঝেন। অরিজিনাল ন্যাশনাল আইডি পাসপোর্ট জন্মনিবন্ধন আইডি দেখে ছবি দেখে পেজের ফলোয়ারের বিপুলতা যাচাই করে এই পেজ ভেরিফাই করেছে গুগল।নীল টিক তার প্রমাণ। যাইহোক। আমি একজন কণ্ঠশিল্পী। কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দেই।আমি আমার পরিবারের মূল্যবোধ কে সম্মান করি।
আমার স্বামী একজন সঙ্গীত পরিচালক। আমরা দুজনেই একই অঙ্গনে কাজ করি এবং স্বামী ছাড়া কখনো কোনদিন কোন গানের অনুষ্ঠানে যাইনা। আমি ধর্মীয় অনুশাসন যতটা সম্ভব মেনে চলি।কথা হলো আপনারা আমাকে অনেক সম্মান করেন ভালোবাসেন স্নেহ করেন।আমি তারজন্য আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।আমি আপনাদের অন্তহীন ভালোবাসায় কৃতজ্ঞ।
কিন্তু হঠাৎ হঠাৎ দু’একটা কমেন্ট আমাকে আহত করে। আপনাদের ধারণা শিল্পী হলেই তারা নষ্ট মানুষ! সবাই কি এক? আর আপনারা বিচার করার কে? আপনার বিচার কে করবে? পরকালে আল্লাহ যদি অনুগ্রহ না করেন তো আমরা, আমি আপনি এবং সে,যারা কিনা অনেক ইবাদত করেন আমরা কেউই কি আমাদের আমল দিয়ে বেহেশতে যেতে পারবো? যদি আল্লাহ স্বয়ং অনুগ্রহ না করেন তো আউলিয়াগন ও দুশ্চিন্তায় থাকবেন।
আমি একজন রক্ষণশীল পরিবারের কন্যা। আমার গানের সময় টুকু ছাড়া কেউ আমাকে দেখবেই না।আমার বাসায় কোন সাঙ্গীতিক পরিবেশই নাই, নাই বন্ধুবান্ধব শিল্পী সাংবাদিকদের অপ্রোয়জনীয় আড্ডা!
ছত্রিশ বছরের বিবাহিত জীবনে দুই সন্তানের জননী এখন আমি তিন জন নাতিনাতনির নানী এবং দাদী।আপনারা আমাকে দোয়া করবেন যেন ভালো কিছু কাজ মানুষের জন্য করতে পারি।
আরেকটি কথা,আপনি যদি এতোই পরহেজগার হন তো কনকচাঁপার পেজে আপনার কাজ কি! কোরান মজিদ নিয়ে বসুন! আমার নামাজ আমার তসবিহ তাহলীল আমার কোরান মজিদ আমার রোজা আমার তাহাজ্জুদ আমার নফল ইবাদতের হিসাব আমি আর আমার আল্লাহ বুঝবো।
এই উল্টাপাল্টা কমেন্ট করা বাদ দিন।নিজের হিসাব নিয়ে ভাবেন। কমেন্ট করার সুযোগ পেলেই বাজে কমেন্ট এর অভ্যাস ছাড়ুন। যারা বাজে কমেন্ট অথবা অযথা অযাচিত উপদেশ দেন আমি তাদের কি ভাবি জানেন? ভাবি তারা গণ্ডমূর্খ এবং পারিবারিক ভাবে শিক্ষা হীন।অতএব নিজের পরিচয় নিজে দিন, নিজের আখের নিজে গোছান।
আমার পেজটা আমি ভাবছি মুছে ফেলবো।“
বাংলা সংগীতাঙ্গনে কনকচাপা এক উজ্জ্বল নক্ষত্র। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতিসহ প্রায় সবধরনের গানে সমান পারদর্শী । প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তুমুল শ্রোতা প্রিয় কনকচাঁপা । ৩৫টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। চলচ্চিত্রের ৩ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলা সিনেমার গানে কনকচাঁপা একটা অধ্যায়ের নাম। ৩৪ বছর ধরে সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের প্রায় প্রতিটি গানেই কনকচাঁপা কন্ঠ দিয়েছেন।
‘অনেক সাধনার পরে আমি’, ‘তুমি মোর জীবনের ভাবনা’,‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, , ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, , ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’… বাংলাদেশের মানুষের মুখে মুখে , কনকচাঁপার জনপ্রিয় এসব গান ।