কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ‘নজরুল সাহিত্য ও সঙ্গীত ভাবনা সম্প্রসারন সংক্রান্ত কর্মশালা ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) উক্ত অনুষ্ঠানে ২০১৮-২০২০ শিক্ষাবর্ষের ‘ উচ্চতর নজরুল সঙ্গীত ডিপ্লোমা কোর্স ‘ এর সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র প্রদান করেন, জনাব কে এম খালিদ,(এমপি), মাননীয় প্রতিমন্ত্রী,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

উল্লেখ্য, নজরুল সঙ্গীত শিল্পী মোহাম্মদ মোকলেছুর রহমান. উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত দুটোতেই এ – গ্রেড পেয়ে প্রথম স্থান অধিকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব খলিল আহমদ, সচিব,সংস্কৃতি মন্ত্রণালয়। কবি মুহাম্মদ নূরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি। জনাব খায়রুল আনাম শাকিল, চেয়ারম্যান, কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড। প্রবন্ধকার – প্রফেসর ডঃ আনোয়ারুল হক, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, হামদর্দ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আলোচক- ডঃ শামস্ আলদীন, সহকারী অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।
সভাপতিত্ব করেন – জনাব এ এফ এম হায়াতুল্লাহ, নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট। স্বাগত বক্তব্য রাখেন – জনাব মোঃ রায়হান কাওছার,সচিব(উপ-সচিব), কবি নজরুল ইনস্টিটিউট।
অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সাথে সঙ্গীত পরিবেশন করেন দেশ বরেন্য সঙ্গীত শিল্পী উস্তাদ ইয়াকুব আলী খান, ফেরদৌস আরা এবং ইয়ামিন মুশতারী।