ইউটিউব বিনোদনের সবচেয়ে অভিনব মাধ্যম । বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইউটিউব চ্যানেল খুলে নানা রকমের ভিডিও দেওয়া হয়, আর তা দেখে সবাই আনন্দ নিয়ে থাকে।‘বেবি শার্ক’ নামে শিশুতোষ এই ছড়া গানটির দৈর্ঘ্য মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ড। আর এই ইউটিউবের ছোট্ট একটি ভিডিও পুরো দুনিয়াকে মাতিয়ে তুলিয়েছে । ২০২১ সালের মাঝামাঝি সময়ে এসে গানটির ‘ভিউ’ দাঁড়িয়েছে প্রায় ৮৭০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার চেয়েও বেশি। ইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির গান—দেসপাসিতো (৭৩০ কোটি) ‘ভিউ’–এর বিচারে দ্বিতীয় অবস্থানে আছে।
‘বেবি শার্ক’ ছড়া গানটি এক কথায় তেমন কিছুই না। অথচ এই গানই পাল্লা দিয়েছে পৃথিবীর নামিদামি শিল্পী, মিউজিক কম্পোজার, কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। গত বছর নভেম্বর মাসে ইউটিউবের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘বেবি শার্ক’।
পাঁচ বছরে গানটির ভিউ ছাড়িয়ে গেছে সারা বিশ্বের জনসংখ্যাকেও।