ডাঃ এজাজুল ইসলামকে আমরা জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যারের নাটকের কমেডি থেকেই চিনি।। আবার অনেকেই জানি উনি একজন ডাক্তার।
শুধু ডাক্তারই নন বরং ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিনের বিভাগীয় প্রধান।
অথচ উনি নাটকের মতো বাস্তবেও কতো সরল সহজ তা না হলে কেউ নতুন রোগীর ফিস ৩০০ টাকা, পুরাতন রোগীর ফিস ২০০ আর গরীব রোগীর ফিস শিথিলযোগ্য; এসব লিখে?আসলে সবাই একরকম হয় না, তবে এমন বোকা মানুষের জন্য মানুষের ভালবাসা আর দোয়াটা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আসে।
ইশ!!! এমন বোকা লোকগুলোর সংখ্যা যদি অনেক বেশি হতো! তাহলে হয়তো অনেক রোগী বিনা চিকিৎসায় কষ্ট পেতো না।