ছেলেদের চুলের স্টাইল আজকাল তাদের ফ্যাশনের জন্য করতেই চাই। একটা সময় ছিল যখন শুধু ছেলেদের রুপচর্চা নিয়ে চর্চা হত। তবে এখন আর তারা সীমাবদ্ধ নয় ছেলেদের ত্বকের যত্ন পাশাপাশি চুলের যত্ন ও চুলের কাটিং নিয়ে তারা এই বিষয়ে বেশ সচেতন। পছন্দ তাদের বাহারি হেয়ার কাট কখনো স্পাইক আবার কখনো লেয়ার কাট।
এতো বড়দের পালা। বড়দের পাশাপাশি ছোটরাও করে অনেক ধরনের হেয়ার স্টাইল। তবে কখনো কি শুনেছেন এই হেয়ার স্টাইল পছন্দ না হওয়ায় রেগে পুলিশের কাছে অভিযোগ করতে? কি শুনে একটু অবাক হলেন নিশ্চয়? অবাক হওয়ারই কথা। তেমনটাই ঘটেছে চীনের গুয়াংঝাউ প্রদেশে।
সেখানকার এক ১০ বছরের শিশু এই ঘটনাটি ঘটিয়েছে। তার হেয়ার স্টাইল পছন্দ হয়নি। তাই সেলুন মালিকের ওপর রেগে যায়। এতটাই রেগে গেল যে পুলিশকে ফোন পর্যন্ত করে ফেলল। দক্ষিণ-পশ্চিম চীনের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলেছে। গুয়াংঝাউয়ের আনশুয়ান অঞ্চলের বাসিন্দা ওই শিশু হেয়ার স্টাইল দেখার পর সেলুন মালিকের ওপর রাগের চোটে পুলিশকে ফোন করে বসে। আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
এই ঘটনার ভিডিও চীনের একটু টুইটার প্লাটফর্ম ‘উইবো’-তে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হেয়ার স্টাইল পছন্দ না হওয়ায় রীতিমতো চিৎকার করে কাঁদছে ওই শিশু। বারবার চুলে হাত দিচ্ছে। ঘটনাস্থলে আসার পর সত্যিটা জানতে পেরে হতবাক পুলিশ। কর্মকর্তারা শিশুর বড় বোনকে বুঝিয়েছেন, এই সামান্য প্রয়োজনে যেন পুলিশকে না ডাকা হয়।