চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত । তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী কিংবদন্তি গায়িকা রুনা লায়লা।
মঙ্গলবার তার করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী গায়িকা রুনা লায়লা।
গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। তাদের সঙ্গে একইভাবে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ।
ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে লিখেছেন, ‘আলমগীর সাহেব কোভিড-১৯ পজিটিভ। ঢাকার একটি স্থানীয় হাসপাতালে তিনি চিকিৎসাসেবা নিচ্ছেন। অসাধারণ কয়েকজন দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের সেবিকা ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক খেয়াল রাখছেন। বেশ যত্ন করছেন। আলমগীর সাহেবও এখন মানসিকভাবে শক্ত আছেন এবং ভালো অনুভব করছেন। সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের সবার শুভকামনা এবং দোয়া তাঁকে দ্রুত নিরাময় করবে…।’
Singer Runa Laila told in FB: Alamgir Sahab has tested positive for Covid 19.He’s being treated in a local hospital by a team of excellent doctors, nurses and hospital staff who are monitoring him and taking very good care.He is in excellent spirits and is doing well. Masha’Allah.We as a family would like you to join us in prayer for his early and complete recovery. Our combined good wishes and prayers will heal him quickly. Insha’Allah. God is merciful. God is great. Subhan Allah