প্রভাস তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা । ‘আদিপুরুষ’ সিনেমাটি ওম রাউত পরিচালিত রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় প্রভাস রাম চরিত্রে অভিনয় করবেন । এই সিনেমায় তার বিপরীতে দেখা মিলবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যাননকে।
শুক্রবার এ বিষয়ে নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন । সীতা চরিত্রে কৃতি স্যাননকেই ‘আদিপুরুষ’ সিনেমায় দেখা যাবে। এছাড়া আরো যুক্ত হয়েছেন সিনেমাটিতে ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমাখ্যাত সানি সিং।
ইনস্টাগ্রামে কৃতি ও সানির সঙ্গে ছবি পোস্ট করে প্রভাস লিখেছেন, ‘আদিপুরুষ পরিবারে স্বাগতম কৃতি স্যানন ও সানি সিং।’
এদিকে একই ছবি পোস্ট করে ‘নতুন পথচলা শুরু লিখেছেন, কৃতি । এটা আমার জন্য বিশেষ ।
সিনেমার শুটিং শুরু হয়েছে গত জানুয়ারিতে । কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে শুরুতেই এটি। আগুন লাগে সিনেমার সেটে ।
এই সিনেমায় সাইফ আলী খান রাবণ চরিত্রে অভিনয় করবেন । সিনেমাটি নির্মাণ হবে তিন ভাগে । সিনেমাটি টি-সিরিজ প্রযোজনা করছে । ২০২২ সালের ১১ আগস্ট ‘আদিপুরুষ’ মুক্তির কথা রয়েছে।