বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কিংবদন্তী অভিনেত্রী কবরীর মৃত্যুতে শোক নেমেছে চলচ্চিত্রাঙ্গনে।। কবরী অসুস্থতার কথা শুনে তার সুস্থতা কামনা করেছিলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী শাবানা।
করবীর মৃত্যুর খবর শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়েন শাবানা। তিনি বলেন, ‘কবরী একজনই হয়।’
নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে মিশা লেখেন, ‘কবরী আপুর মৃত্যুর কথা যখন শাবানাজিকে কে বললাম, তিনি অনেকক্ষণ কথা বলেননি। তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন কবরী একজনই হয়।’
এরপর মিশা লিখেছেন, ‘লিজেন্ডের প্রতি লিজেন্ডদের অসাধারণ রেসপেক্ট।’
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী।