সালমান খান অভিনয় করছেন ফরহাদ সামজির ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ সিনেমায়। সিনেমাটি ২০২২ সালের দিওয়ালিতে মুক্তির কথা রয়েছে ।
বলিউড অভিনেতা সালমান খান আজীবন ব্যাচেলর! এমনটাই মনে করেন বি-টাউনের অনেকে। এ অভিনেতা ৫৫ বছরের এখনো বিয়ে করছেন না। বিয়ে করবেন কিনা সেটাও নিশ্চিত না। তবে এবার বিয়ে না করার কারণ জানিয়েছেন বলিউড ভাইজান। তবে বাস্তবে নয়, সিনেমার গল্পে।ফরহাদ সামজির ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ সিনেমায় অভিনয় করেছেন সালমান। শোনা যাচ্ছে এ সিনেমার নাম বদল করে রাখা হতে পারে ‘ভাইজান’।
তিনি এ সিনেমার গল্পে পরিবারের বড় ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন । গল্পে সালমান বিয়ে করতে চান না। তিনি মনে করেন, বিয়ে পরিবারে দ্বন্দ্ব তৈরি করতে পারে। তার বাকি তিন ভাইয়ের জীবনে প্রেম এসেছে। তারা সালমানের জন্য প্রেমিকা খুঁজতে নেমে পড়ে।এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ২০২২ সালের দিওয়ালিতে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এ জন্য ফটোশুটে অংশ নিয়েছেন সালমান। খবর টিভি নাইন বাংলা।ডিজাইনার অ্যাশলে রেবেলো সালমানের নতুন লুক নিয়ে কাজ শুরু করেছেন। অভিনেতার ফার্মহাউসে হবে ফটোশুট।
এবার ক্নিন শেভ লুকে দেখা যাবে ভাইজানকে। তার পরনে থাকতে পারে সাদা কুর্তা ও জিন্স।