নিজের স্ত্রী বর্ষাকে সবার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা অনন্ত জলিল।
শনিবার রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসের ১০ বছর পূর্তির অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অনন্ত জলিল-বর্ষা দম্পতি।
অনন্ত জলিল বলেন, “আজকে (শনিবার) ব্লকবাস্টারের ১০ বছর পূর্ণ হলো। আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে ব্লকবাস্টার ওপেনিং হয়। এত বড় একটা কম্পানি, ছবির জন্য তাদের সাতটা স্ক্রিন আছে। আমরা যখনই ছবি রিলিজ করি তখনই ব্লকবাস্টার আমাদের জন্য ভাইটাল একটা পয়েন্ট।
সব সময় বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এ জন্য যখনই ওনারা কোনো আয়োজনে আমাদের ডাকে, আমরা সাড়া দিই। ওনারাও আমাদের ডাকে সাড়া দেয়। এটা লুক লাইক অ্যা গিভ অ্যান্ড টেক পলিসি।
আমরাও ভালোবাসি তাদের, তারাও আমাদের ভালোবাসে।”
তিনি আরো বলেন, “সেই যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে শুরু হয়েছে, এখনো ভালোবাসা দিয়েই যাচ্ছি যমুনা ব্লকবাস্টারকে, আর আমরাও পেয়ে আসছি। আগামীতে যত দিন বাঁচব, যত দিন সিনেমা করব, তত দিন ব্লকবাস্টারের ভালোবাসা পাব, আমরাও দেব।”
এসময় পাশেই দাঁড়িয়ে ছিলেন বর্ষা। তাকে উদ্দেশ্য করে অনন্ত বলেন, ‘এবার আমাদের সুন্দরী বউ কথা বলবে। আমার সুন্দরী বউ, আপনাদের বোন।’
বর্ষা বলেন, প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্ণ হলো। আমরা শুরু থেকেই পাশে ছিলাম। এখনও আছি, আগামীতেও থাকব।