বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের আজকের এ দিনে (২১ আগস্ট) ঢাকাই সিনেমার কালজয়ী এ অভিনেতা মৃত্যুবরণ করেন।
রাজ্জাক ছিলেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবার অভিভাবক। নায়করাজের সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল সুপারস্টার শাকিব খানের। তার অভিভাবকের মতো ছিলেন রাজ্জাক। প্রয়াত কিংবদন্তি এই অভিনেতার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢালিউডের কিং খান শাকিব খান।
রাজ্জাকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

রাজ্জাককে স্মরণ করে শাকিব খান লেখেন,, ‘চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে! যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।’

রাজ্জাকের সঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করার সুযোগ হয়েছিল শাকিব খানের। এর মধ্যে ‘পিতার আসন’, ‘কোটি টাকার কাবিন’, ‘১ টাকার কাবিন’,‘তোমাকে বউ বানাবো’, ‘চাচ্চু আমার চাচ্চু’ ইত্যাদি।

রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নীল আকাশের নীচে’, ‘ময়নামতি’, ‘মধু মিলন’, ‘পিচ ঢালা পথ’, ‘যে আগুনে পুড়ি’, ‘জীবন থেকে নেয়া’, ‘কী যে করি’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘বেঈমান’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘অনন্ত প্রেম’, ‘বাদী থেকে বেগম’ ইত্যাদি। এছাড়াও প্রায় ৩০০ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন রাজ্জাক।