আজ (১ জুলাই) বেলা ১২টার দিকে কন্যাসন্তান জন্ম দেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাবিলা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। উপস্থাপনায় পরিচিতি পেলেও তাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া অমিতাভ রেজা চৌধুরীর আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’। ছবিটি নাবিলার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে তারা বিয়ে করেন।