অনন্ত এবার নিজের নতুন লুক প্রকাশ করেছেন । সোমবার (১৫ মার্চ) তিনি ফেসবুকে তার নতুন লুকের একাধিক ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিতে, স্টাইলিস্ট হেয়ার কাটের সঙ্গে গোফসহ দেখা গেছে অনন্ত জলিলকে। নেটিজেনরা এ পোস্টের কমেন্টস বক্সে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।
অনন্ত জলিল ১২০ কোটি টাকা ব্যয়ে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করবেন ।এ সিনেমাতে বাংলাদেশ, ভারত, ইরান এবং তুরস্কের বিভিন্ন শিল্পী অভিনয় করবেন ।জলিলপত্নী ও চিত্রনায়িকা বর্ষাকে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন।
নেত্রী: দ্য লিডার’ সিনেমায় বডিগার্ড চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। তিনি বর্ষার নিরাপত্তায় কাজ করবেন । ‘নেত্রী: দ্য লিডার’ তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে । সিনেমাটির মহরতে এমনটাই জানিয়েছিলেন এ অভিনেতা।
মুক্তির অপেক্ষায় আছে অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। সম্প্রতি প্রকাশ হয়েছিল এ সিনেমার মোশন পোস্টার। তাতে ভক্তরা বেশ বিরক্ত প্রকাশ করেছেন । মোশন পোস্টারটি নেট দুনিয়ার বিভিন্ন গ্রুপে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিল ।
অন্যদিকে ১২০ কোটি টাকা ব্যয়ে সিনেমা নির্মাণ করায় অনন্ত জলিলের সমালোচনা করেছেন মুফতী সালমান ফারসি। অনন্ত জলিলের প্রতি অনুরোধ এবং তার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছিলেন, ‘আমার প্রিয় অনন্ত জলিল ভাইয়ের কাছে অনুরোধ-আল্লাহকে ভয় করুন। বন্ধ হওয়ার পথে বাংলাদেশের সিনেমাগুলো। সিনেমা এখন আর মানুষ দেখে না। অনেক নায়ক-নায়িকারা তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন। সিনেমা নির্মাণ করে জাতিকে গুনাহের দিকে ডাক দিয়েন না ,আপনার কাছে বিনীত আবদার রাখছি।’