জাপান সিদ্ধান্ত নিয়েছে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমপক্ষে ১০ লাখ টন দূষিত পানি সমুদ্রে ফেলার।
সংবাদমাধ্যম দ্যা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশটির পক্ষ থেকে জানানো হয়, ওই পানি পরিশোধন
করে সব ধরনের ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলা হয়েছে। তাই ওই পানি সমুদ্রে ফেলা নিরাপদ।
জাপানের ওই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, বিশ্বের অন্যান্য দেশে পারমানবিক কেন্দ্রের
বর্জ্য নিষ্কাশনের মতোই এটি।
বিদ্যুৎকেন্দ্রের ১০ লাখ টন দূষিত পানি সমুদ্রে ফেলার সিদ্ধান্ত: জাপান

daily update bd