ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও সংগ্রামমুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে নির্মিত হয়েছে ‘মুজিব ১০০’ অ্যাপ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকরোববার অনলাইন প্লাটফর্মে এ অ্যাপটি উদ্বোধন করেন। আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত হয়েছে অ্যাপটি।
দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ‘মুজিব শতবর্ষ’ পালিত হচ্ছে। জাতির পিতার শতবর্ষ উপলক্ষে mujib100.gov.bd নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই ওয়েবসাইটটিও তৈরি করা হয়েছে। আর এই ওয়েবসাইটের মোবাইল সংস্করণ হিসেবে তৈরি করা হলো ‘মুজিব ১০০’ অ্যাপ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় এটি তৈরি করা হয়েছে।
প্রতিমন্ত্রী অ্যাপটির বিষয়ে বলেন, অ্যাপটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে । বঙ্গবন্ধুর লেখা বই, তার জীবদ্দশায় দেয়া ভাষণ এবং জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহসহ বিভিন্ন কন্টেন্ট দিয়ে অ্যাপটির টাইমলাইন সাজানো হয়েছে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর প্রতিদিন। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া বিষয়ে জানতে পারবেন। বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধুর হাতের লেখা চিঠিপত্র ও আত্মজীবনীমূলক বই।এছাড়াও প্রতিমন্ত্রী জাতির পিতার জীবনার্দশকে সকলকে অনুসরণ ও নিজ জীবনে প্রয়োগের জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর দুই জায়গা থেকেই এবং এটি অনলাইন ও অফলাইন-এ এবং খুব অল্প বান্ডউইথ-এ ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি।