রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন চীন ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার ২০২৪ সাল নাগাদ ২০ হাজার কোটি ডলার ছাড়াবে। বর্তমানে রাশিয়া ও চীন অনেক ক্ষেত্রেই দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট অনেক বিষয়ে একমত হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সম্পর্ক জোরদারে আরও অনেক ক্ষেত্রেই আশা করছে রাশিয়া।
অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে পুতিন বলেন, বেশ কয়েক বছর ধরে দেশ দুটির মধ্যে ১০ হাজার কোটি ডলারের বেশি বাণিজ্য হয়েছে। বিশেষ করে ২০২০ সালে বিশ্বব্যাপী কোভিড-১৯-এর সংক্রমণের পরও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক ছিল।