করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আগামীকাল থেকে অর্ধেক যাত্রী বহন করবে দেশের যাত্রীবাহী নৌযানগুলো। অর্ধেক যাত্রী পরিবহনের এই সিদ্ধান্ত কাল থেকেই কার্যকর হবে। এজন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়ছে লঞ্চ ভাড়াও।
বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ।
তিনি জানান, আসন্ন ঈদুল ফিতরেও অর্ধেক যাত্রী পরিবহন করবে যাত্রীবাহী নৌযানগুলো। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাস ও ট্রেনের মতো নৌ-পরিবহনগুলোতেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।
এদিকে, করোনা মোকাবেলায় আজ থেকে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় বাস ও ট্রেন চলাচল করছে। কাল থেকে নৌপরিবহনগুলোতেও বর্ধিত ভাড়ায় চলাচল করবে।