এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে বিসিএসের প্রশাসন ক্যাডারের ২৫ জন কর্মকর্তার মৃত্যু হয়েছে।
গত বছরের ৬ এপ্রিল প্রথম কোনো ক্যাডার হিসেবে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২২তম ব্যাচের কর্মকর্তা জালাল
সাইফুর রহমান। যিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক। জানা যায়, করোনায় মারা যাওয়া এসব কর্মকর্তার মধ্যে
১৪ জন কর্মরত ছিলেন, বাকি তিনজন অবসরোত্তর ছুটিতে এবং আটজন ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন হাজারেরও বেশি কর্মকর্তা। গত ছয় দিনে মারা গেছেন তিন কর্মকর্তা যাদের মধ্যে
একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিব ছিলেন।