হেফাজতে ইসলামের আরও দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী এবং ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য সানাউল্লাহ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোররাতে মানিকগঞ্জের সিংগাইর থেকে সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেফতার করে র্যাবের একটি টিম। এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সানাউল্লাহকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এবং পল্টন থানা সূত্র ওই দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের ১২ নেতা গ্রেফতার হলেন। চলতি বছরের ১২ মামলায় হেফজতে ইসলামের প্রায় ১০ হাজার জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।