করোনার কারণে রাজধানী ও রাজধানীর বাইরে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মাস্ক। রাজধানীর সেগুনবাগিচা, পল্টন, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট ছাড়াও বিভিন্ন জায়গায় মাস্ক বিক্রি করছেন হকাররা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বাবুবাজার ব্রিজের নিচে কার পার্কিংয়ের অনুমতি দেওয়া হলেও সেখানে তেমন কার পার্কিং করতে দেখা যায় না।
সেখানে ফাঁকা জায়গায় হকাররা মাস্ক বিক্রি করতে চাইলেও পুলিশ বিক্রি করতে দিচ্ছে না। এজন্য হকাররা রাস্তায় যানজট সৃষ্টি করে স্বাস্থ্যবিধি না মেনে বিক্রি করছে মাস্ক।
বাবুবাজার এলাকায় সরকারি-বেসরকারি মিলিয়ে রয়েছে অনেকগুলো হাসপাতাল। হকাররা রাস্তায় মাস্ক বিক্রি করতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।