একটি জেলার’ জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপালনের সময় পার্কে গাঁজা সেবনের অফার পেয়েছিলেন বলে সম্প্রতি জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান মিয়া। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৭ জুন) তিনি এসব কথা জানান।
এদিন স্বাস্থ্য সচিব বলেন, আমি একসময় একটি জেলার জেলা প্রশাসক ছিলাম। একদিন সন্ধ্যার পর পার্কে হাঁটতেছিলাম। তখন দেখি তিন-চারজন একত্রে বসে গান গাইতেছে। গানের কথা ছিল এ রকম- ‘গাঞ্জা খাইয়া শুয়া থাকি, তালগাছের মাথায় বাজার দেখি।’তিনি বলেন, আমার সঙ্গে বডিগার্ড ছিল। তাকে জিজ্ঞাসা করলাম, ঘটনা কী? সে বলল, ‘স্যার ওখানে যাওয়া যাবে না। ওরা মাদকখোর।’ তিনি আরও বলেন, আমি যেহেতু জেলা প্রশাসক ছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, বাবারা সারা জীবন তো হাটবাজার মাঠে গিয়ে দেখেছি। তোমরা তালগাছের মাথায় কেন দেখছ? তারা বলল, ‘আপনিও দুই পুরিয়া খান, আপনিও তাল গাছের মাথায় বাজার দেখবেন।’স্বাস্থ্য সচিব বলেন, এরপর আমি তাদের বললাম- আর কী কী দেখা যায়? তারা বলে- ‘যদি চার পুরিয়া খান, পাসপোর্ট, টিকিট ভিসা ছাড়া থাইল্যান্ড ব্যাংকক, সিঙ্গাপুর ঘুরে আসতে পারবেন।’ পরে তিনি আরও যোগ করেন, ‘তাহলে বুঝুন আমাদের সন্তানদের কী অবস্থা। দেশের উন্নয়নকে ধরে রাখতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।’