আষাঢ়ের শুরুতেই জমতে শুরু করেছে সুনামগঞ্জ জেলার বৃহত্তম মধ্যনগর বাজারের নৌকার হাট। বর্ষায় শতবর্ষের প্রাচীন এই হাট বসে প্রতি শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত।
এতে ডিঙ্গি, কুশি থেকে শুরু করে বড় আকারের সরুই বালিটানা সব ধরনের নৌকা নিয়ে আসেন বিক্রেতারা। দুর্গম হাওর এলাকার মানুষও নৌকা কেনেন এ হাটে।
হাওরে এখনও উজানের পানির ঢল আসেনি। কিন্তু আষাঢ় আসলেই নৌকা ছাড়া চলাচলের বিকল্প কোনো বাহন নেই। বছরের ৬ থেকে ৮ মাসই চলাচলের বাহন নৌকা। মাছ ধরা, গরুর খাবার সংগ্রহ করাসহ বাড়ি থেকে বেরুলেই হাওর অঞ্চলের মানুষের চলাচলের প্রাণ এই নৌকাই। তাই কিনতে ছুটে আসছেন হাটে।
বেচাকেনাও জমজমাট। দুর্গম হাওর এলাকার উত্তর নোয়াগাঁও, কাউয়ানি, মাকড়দি, চামরদানী, গলহা, শিবরামপুর, আলীপুর, মোহাম্মদ আলীপুর, রউয়া আলমপুর, বংশীকুন্ডা উত্তর বংশীকুন্ডা দক্ষিণ, পাইকুরাটিসহ ৬টি ইউনিয়নের মানুষ এই হাটে নৌকা কিনতে আসেন।
এক বিক্রেতা বলেন, দামে হয়না, একেকটা নৌকা ১২-১৩ হাজার টাকা চায়।সবচেয়ে ছোট ডিঙ্গি ও কুশির দাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। আর সরুই, বালিটানা নৌকার দাম সর্বোচ্চ ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। প্রায় সহস্রাধিক নৌকা এ বাজারে প্রতিদিন বেচাকেনা হয়। এখানে বিভিন্ন স্থান থেকে লোকজন নৌকা কিনতে আসে।