সিলেট– হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। কেন্দ্রীয় কর্মসূচি পালনে হেফাজতের নেতাকর্মীরা রোববার ফজরের নামাজের পর থেকেই সিলেটে রাস্তায় নেমেছেন। ।
জানা যায়, ফজরের নামাজের পরপরই তারা রাজপথে পিকেটিংয়ে নামে, এরপর থেকে তারা রাজপথে অবস্থান করছে। চলতে দিচ্ছেন না কোনো ধরনের যানবাহন। বিশেষ করে সিলেটের কোর্ট পয়েন্ট রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দখলে। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে এবং কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে পিকেটিং করছেন। সকাল থেকে কোর্ট পয়েন্টের ওভারব্রিজের নিচে হেফাজতের নেতারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ফলে কোর্ট দিয়েছে হালকা যানবাহনও চলাচল করছে না। হেফাজত নেতা পিকেটিং করছে ওই এলাকায়। এ সময় লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা পিকেটিং করতে চাইলে পুলিশ তাদের লাঠি নিয়ে যায়।
এদিকে বন্ধ রয়েছে নগরীর সব দোকানপাট। পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে। তবে সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।