ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার গুজব ছড়ানো হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি আইডি থেকে এসব গুজব ছড়ানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয় খোলার এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে ইত্তেফাককে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল বাছির। তিনি জানান, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলার কোনো ধরণের সিদ্ধান্ত হয়নি। আজ সন্ধ্যায় ৭টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা রয়েছে। সভার আলোচ্য বিষয়ের অন্যতম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কবে খুলে দিবে তা জানা যাবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে, চলতি বছরের ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা এবং ১৯ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু। এসব স্ট্যাটাসে একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে বলে জানানো হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের কোন সভা নেই বলে নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, করোনা সংক্রমণে বিশ্ববিদ্যালয় খোলা জাতীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মঙ্গলবার (২৪ আগস্ট) প্রভোস্ট কমিটির মিটিং রয়েছে, সেখানে হল খোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। -ইত্তেফাক