প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা হয়েছে। বর্তমানে ফেসবুকে রোজিনা ইসলামের আইডিটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার (১৯ মে) সন্ধ্যায় প্রথম আলোর একজন প্রতিবেদক বিষয়টি জানিয়েছেন।
একই রকম তথ্য দিয়েছেন রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু। তিনি বলেন, তার (রোজিনা ইসলাম) ফেসবুক আইডির বিষয়ে আমি কিছু নিশ্চিত নই। কারণ, মোবাইল তারা (প্রশাসন) নিয়ে গেছে। পাসওয়ার্ডও নিয়ে গেছে। এরপর এই বিষয়ে আমি আর কিছু জানি না। সব তো তাদের কাছে।
এ বিষয়ে প্রথম আলোর একজন প্রতিবেদক বলেন, রোজিনা ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে ডিঅ্যাক্টিভ আছে। ওই দিন মূল ঘটনার সময় ওখানকার লোকেরাই এটি সম্ভবত ডিঅ্যাক্টিভ করেছে। বর্তমানে ফেসবুকে তার অ্যাকাউন্টটি দৃশ্যমান নয়।